নিজস্ব প্রতিবেদক :
মো: ইব্রাহিম সরকার কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের আহবায়ক সদস্য গাজীপুর মহানগর , এক শুভেচ্ছা বার্তায় বলেন
ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ “। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদ-উল ফিতর। সকল ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়।
সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে চাঁদ রাত থেকেই শুরু হয় ঈদ-উল ফিতর। একমাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম পরিশুদ্ধর ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন
এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল সম্পাদায়ের জন্য মঙ্গল কামনা করে বলেন, ঈদ মানে ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এক সাথে পবিত্র ঈদ উল ফিতরে মিলে মিশে আনন্দে মেতে ওঠা। ঈদ সকল সকলের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ, আসুন ধনী-গরীব মিলে মিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দর জীবন কামনা করি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক