মো সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী :-<>
দেশের চাকা সচল রাখতে একনাগাড়ে ৮ ঘণ্টা দায়িত্ব পালন করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক নিয়ন্ত্রণেও রয়েছে নানা বিড়ম্বনা। গাড়ির চালক ও পথচারীদের বেশির ভাগেরই রয়েছে আইন ভাঙার প্রবণতা। ধুলোবালি, রোদ-বৃষ্টি, ঝড় ও শব্দদূষণ ট্রাফিক পুলিশের নিত্যসঙ্গী। দিন-রাত রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গাড়ির বিকট শব্দে কিডনি, হৃদযন্ত্র, কান, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিল সমস্যা হয় বলে অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকদের।
এ কারণে ট্রাফিক পুলিশের কিছু সময় পর পর রেস্টের প্রয়োজন হয়। আর এ জন্যই বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের বসার জন্য ট্রাফিক পুলিশ বক্স তৈরি করা হয়েছে। একটানা দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণের জন্য ট্রাফিক পুলিশ বক্সে বসে একটু রেস্ট নেবেন ট্রাফিক পুলিশ।
সারা দেশে বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। তারপরও পুলিশের সঙ্গে অমানবিক ও বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত।