অনেক আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জয়ের স্বপ্ন দেখে এসেছেন। তবে তার এবারের প্রশাসন সেটি বাস্তবে রূপ দিতে পুরোপুরি মনোযোগী।
ট্রাম্পের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফেব্রুয়ারিতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার দাবি ছিল, যদি পুরস্কারটি সত্যিই নিরপেক্ষভাবে প্রদান করা হয়, তাহলে আমার মনে হয়, এক বছরের মধ্যেই তিনি এটি পাবেন।