শাসক বদলেছে। কিন্তু সিরিয়ার নাগরিকদের ভাগ্য যেন আরও খারাপ হয়েছে।
এসওএইচআর জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলোয় পাঁচটি গণহত্যার ঘটে। এসব ঘটনায় ১৬২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত কর্মীরা বেশির ভাগ নিহতের সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সংস্থাটির দৃষ্টিতে, এই পদক্ষেপগুলো ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান আইন লঙ্ঘনের বিপজ্জনক বৃদ্ধি’ চিহ্নিত করে।