রাসেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
রাজশাহীর মৌগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে এ আলম সিদ্দিকী মুকুলের সভাপতিত্বে ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের সার্বিক সহোযোগিতায় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, মোহনপুর উপজেলা বিএনপি'র সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস মন্ডল ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, যুগ্ম আহবায়ক লিটন ও আরিফ ।
এছাড়া সাধারণ জনগন, বিভিন্ন পর্যায়ের দলিয় নেতা কর্মি।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামানা করে দোয়া মোনাজাত করে জনগনের কল্যাণে কাজ করার জন্য আশা ব্যক্ত করেন তারা।