গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাতিজাকে চাঁদাবাজির মামলায় জরিয়ে হয়রানির অভিযোগ এক পিতার।বুধবার(১৪ মে) বিকেলে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে আব্দুল হামিদের ছেলে আবুল হোসেন তার ছোট ভাই রাসেল আহমেদ মিয়ার বিরুদ্ধে লিখিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।আবুল হোসেন বলেন,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার ছোট ভাই রাসেল আহমেদ মিয়া প্রথমে থানায় পরে গাজীপুর আদালতে আমার দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেনের নামে চাঁদা দাবির অভিযোগ দায়ের করেন।এছাড়াও মিথ্যা তথ্য দিয়ে আমার দু ছেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করছে।তিনি তার ছোট ভাইদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আবুল হোসেনের দুই ছেলে ওমর ফারুক ও দেলোয়ার হোসেন বলেন,আমরা ব্যবসা করে খাই।আমার চাচা ব্যাংকে দেউলিয়া হয়ে আমাদের দখলীয় জমি বিক্রি করতে এবং আমাদের কাছ থেকে নানা ভাবে টাকা দিতে বেপরোয়া হয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা ও অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।