কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুর আলম জিকুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কোনাবাড়ী থানা পুলিশ তাকে কোনাবাড়ী এলাকার তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জুলাই ও আগস্ট মাসে কালিয়াকৈরে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন হামলার ঘটনায় নুর আলম জিকুর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর মঙ্গলবার সকালে নুর আলম জিকুকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে গাজীপুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের সময় বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাগুলোতে নুর আলম জিকুর নাম উঠে এসেছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় ভুক্তভোগী ছাত্র ও তাদের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
গত বছর জুলাই ও আগস্ট মাসে কালিয়াকৈরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে রাস্তায় নেমেছিল। সেই সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বেশ কয়েকবার হামলা হয়। এসব ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও আইনের আওতায় আনার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।