তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর জেলার কোতোয়ালি থানাধীন জামতলা হাইওয়েতে সোমবার (৫ মে ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নূরানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি: রংপুর-ব-১১-০০৫২) দিনাজপুর থেকে রংপুর অভিমুখে যাচ্ছিল। এ সময় দশমাইল থেকে দিনাজপুরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১৫-৬২৫৮)-এর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসআই এম এ হান্নান মোবাইল টিমসহ উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় আহতদের দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা চলমান রয়েছে। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।