কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির পর তার বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ শাহীন হোসেন (৪৮) বাদী হয়ে কালিয়াকৈর থানায় আজ (০৫ মে, ২০২৫) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে শাহীন হোসেন উল্লেখ করেন, তিনি সাহেব বাজারে কাকলী ট্রেডার্স নামে রড সিমেন্টের ব্যবসা করেন। তার ব্যবসার উন্নতি দেখে একই এলাকার মোঃ মানিক হোসেন (৩৫) ও মোঃ আরিফ হোসেন (৪০) দীর্ঘদিন ধরে তার কাছে মাসিক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তার সাথে শত্রুতা পোষণ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ও অত্যাচার করতে থাকে।অভিযোগে আরও বলা হয়, গতকাল (০৪ মে) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বিবাদী মানিক ও আরিফ তার বাড়ির সীমানায় এসে অশালীন ভাষায় গালিগালাজ করে। শাহীন হোসেন ঘরের ভেতর থেকে প্রতিবাদ করলে তারা দা, কুড়াল নিয়ে এসে তার স্ত্রী-সন্তানের সামনেই ঘরের জানালা ও টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। বাদীর স্ত্রীর কোলে থাকা পাঁচ মাস বয়সী শিশুটিও বিবাদীদের কোপের শব্দে আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। বিবাদীরা শাহীন হোসেনকে ঘর থেকে বের হয়ে আসার জন্য হুমকি দেয় এবং পরবর্তীতে সুযোগ পেলে তাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।এই বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই ইসমাইল হোসেন বলেন, "আমরা অভিযোগটি গুরুত্বের সাথে নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করা হবে। খুব দ্রুতই তদন্ত সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভুক্তভোগী শাহীন হোসেন জানান, বিবাদীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন শাহীন হোসেন।