নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক “স্বাধীন ভাষা” পত্রিকার সম্পাদনা পর্ষদে আনুষ্ঠানিক পরিবর্তন আনা হয়েছে। এক লিখিত হস্তান্তরনামার মাধ্যমে দীর্ঘদিনের সম্পাদক ফকির মোহাম্মদ হাসান পত্রিকাটির মালিকানা ও সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে মোঃ বেলাল হোসাইন-কে নতুন সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নতুন সম্পাদকের পরিচয়:
নবনিযুক্ত সম্পাদক মোঃ বেলাল হোসাইন
হস্তান্তরনামায় উল্লেখ করা হয় যে, ফকির মোহাম্মদ হাসান তার পিতা মরহুম ফকির মোহাম্মদ কালা শাহ-এর মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং সফলভাবে পত্রিকাটি পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে কর্মব্যস্ততার কারণে তিনি দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেন।
নতুন সম্পাদনা পর্ষদে যাঁরা যুক্ত হয়েছেন:
ভারপ্রাপ্ত সম্পাদক:
নাম: বিপ্লব আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক:
মোঃ মিন্টু মিয়া
হস্তান্তরনামায় পত্রিকার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন ও নীতিমালার প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি প্রকাশনার স্বচ্ছতা ও দায়িত্বশীলতা রক্ষা করা হবে বলেও উল্লেখ করা হয়।
পত্রিকাটির নতুন সম্পাদনা পর্ষদ দায়িত্ব গ্রহণের পর “স্বাধীন ভাষা” আরও বস্তুনিষ্ঠ ও জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট মহল।