এস.এম দুর্জয়:
মহান মে দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।(১ মে বৃহস্পতিবার)সকাল ১০টায় মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় থেকে র্যালিটি শুরু হয়,প্রায় ২ কিলোমিটার মহাসড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচ গিয়ে শেষ হয়।পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।শ্রীপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন ও আইন বিষয়ক সম্পাদক বাহাদুর শরিফের সঞ্চালনায় র্যালীতে অংশ গ্রহণ করেন,সংগঠনের সহসভাপতি মনতাজ উদ্দিন,আতিকুল ইসলাম,মিঠুন,যুগ্ম সাধারণ সম্পাদক ইমান হোসেন,ইব্রাহিম হোসেন,সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনসহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।