মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল এক ফার্নিচার ও ইলেকট্রনিকস শো-রুমে হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শো-রুমে রীতিমত তান্ডব চালিয়ে প্রায় নগদ ৫ লক্ষ টাকা লুট সহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ভেড়ামারা থানায় মামলাও করতে গেলেও প্রাননাশের হুমকি দেওয়া হয় ভুক্তভোগী পরিবারকে। ভাংচুর, লুটপাট সহ নানা অভিযোগ এনে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা জানবার হোসেন’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মেজবাহুর রহমান। গতকাল শনিবার দুপুর ৩টায় বামনপাড়াস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিনি সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তিনি দাবী করেন, জানবার চেয়ারম্যান এর সরাসরি নেতৃত্বে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে জানবার চেয়ারম্যান’র নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া, লোহার পাইপ, রড, হাতুড়ি, হকিষ্টিক, কাঠের বাটাম ও লাঠি-সোঠা নিয়ে শো রুমে হামলা চালায়। এসময় ৭টি নতুন ফ্রিজ, ৬টি ড্রেসিং টেবিল, ৩টি আলমারি, ৪টি ওয়ার-ড্রপ, ৫টি কাঠের খাট সহ অন্যান্য সকল কিছু ব্যাপক ভাংচুর করে। তারা ১০টি এলইডি টেলিভিশন লুটপাট করে নিয়ে যায়। যার ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৯ লক্ষ টাকা। এসময় ড্রয়ারে থাকা নগদ ৫ লক্ষ ৬০ হাজার টাকাও লুট করে। এঘটনায় জানবার হোসেন চেয়ারম্যান কে ১ নং আসামী করে থানায় এজাহার দায়ের করলে সংঘবদ্ধ সন্ত্রাসীরাও আবারো প্রাননাশের হুমকি দেয়। সকালে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এর চেষ্টা করলেও তা সফল হয়নি। জানবার চেয়ারম্যান’র সন্ত্রাসী গ্রুপের কারনে তাও করতে পারিনি। সাংবাদিক সম্মেলনে নিজের জীবনের এবং পরিবারের নিরাপত্তা দাবী করেন প্রশাসনের কাছে। এসময় মেজবাহুর রহমান’র পাশে রক্তাক্ত জখম আশরাফুল ইসলাম ও বাবুল মাষ্টার ৩ ভাই উপস্থিত ছিলেন।