তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়কের বড়দল এলাকায় কালিয়াকৈর কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে কালিয়াকৈর কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না", "পারভেজ হত্যার বিচার চাই", "সন্ত্রাসীদের ফাঁসি চাই" ইত্যাদি স্লোগান লেখা ছিল।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা পারভেজ ছিলেন একজন সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী, যিনি গত জুলাই-আগস্ট মাসের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে পারভেজকে হত্যা করেছে। তারা অবিলম্বে এই সন্ত্রাসী গোষ্ঠীর মূলোৎপাটন করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে কালিয়াকৈর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শিমুল আহম্মেদ জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের একজন মেধাবী সহপাঠীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।"
উপজেলা ছাত্র দলের আরেক যুগ্ম আহ্বায়ক মিঠুন হোসেন বলেন, "পারভেজ শুধু একজন ছাত্রদল কর্মীই ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ এবং সকলের প্রিয়ভাজন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।"
কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএমডি আলাল আহমেদ বলেন, "আমরা আর কোনো ছাত্রের এমন নির্মম পরিণতি দেখতে চাই না। প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।"
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে রাকিবুল হাসান বাবু, সজীব হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অবিলম্বে পারভেজ হত্যার বিচার না করা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এবং রাজপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষও এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন।